আজ খবর (বাংলা), জাকার্তা, ইন্দোনেশিয়া, 14/12/2021 : ফের একবার জোড়ালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। দেওয়া হয়েছে সুনামি সতর্কতা।
মঙ্গলবার ভোর রাতে 3টে 20 মিনিট নাগাদ জোড়ালো ভূমিকম্প অনুভূত হয় ইন্দোনেশিয়ায়। রিখ্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 7.6 ; এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার মাউমিয়ার শহরের 95 কিলোমিটার উত্তর দিকে। ভুকম্পের কেন্দ্রস্থল ছিল ভুপৃস্ঠ থেকে প্রায় 76 কিলোমিটার নিচে।
জোড়ালো এই ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ইন্দোনেশিয়ার প্রশান্ত মহাসাগরের উপকূলভাগের জন্যে সতর্কবার্তায় বলা হয়েছে ভূমিকম্পের উৎপত্তি কেন্দ্র থেকে 1000 কিলোমিটার দুরে রয়েছে সুনামির ঢেউ। প্রসঙ্গত উল্লেখ্য গত শনিবারও রাত্রি সাড়ে দশটা নাগাদ ইন্দোনেশিয়া ভূমিকম্প হয়েছিল। সেদিন রিখ্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.6 ;