আজ খবর (বাংলা), সাগর ও কলকাতা, পশ্চিমবঙ্গ, 23/12/2021 : গঙ্গাসাগর মেলার তদারকি সহ প্রশাসনিক সভা করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসের শেষ সপ্তাহে সাগরদ্বীপে যেতে পারেন বলে জানা যাচ্ছে।
কথাতেই আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর প্রতি বছর বাংলায় গঙ্গাসাগরের মেলাকে কেন্দ্র করে বিশেষ নজর দেয় রাজ্য সরকার। চলতি বছরে গঙ্গাসাগরের মেলা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করেছে নবান্ন। যেহেতু করোনা রয়েছেই সঙ্গে হাজির নয়া প্রজাতির ওমিক্রন। তাই বাড়তি সতর্কতা বজায় রেখেই প্রস্তুতি নেওয়া হচ্ছে মেলার। আর সেই সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতেই দু’দিনের জন্য গঙ্গাসাগর সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আপাতত মেঘালয়ে দলের সংগঠনের কাজ নিজের হাতে দেখতে গিয়েছেন মমতা। ফিরেই বড়দিনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তারপরেই আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর গঙ্গাসাগর সফরে যাবেন মমতা।
সূত্রের খবর, গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি করবেন প্রশাসনিক বৈঠক। রাজ্যের পর্যটন মানচিত্রে গঙ্গাসাগর মেলার গুরুত্ব রয়েছে। তাই এই মেলাকে আরও বেশি করে বিশ্ব বাজারে তুলে ধরার জন্য চেষ্টা করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরেই তাই নিজের হাতেই মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে যান মমতা।
বিগত দু’বছর গঙ্গাসাগর মেলার আয়োজন হলেও করোনা নিয়ে সতর্ক থাকতে হচ্ছে প্রশাসনকে। চলতি বছরে করোনার নয়া প্রজাতি ওমিক্রন বাড়তি চিন্তার কারণ হয়ে উঠতে পারে তাই সদা সতর্ক মুখ্যমন্ত্রী। যেহেতু গঙ্গাসাগর মেলাতেই ভিন রাজ্য কিংবা বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা বাংলায় প্রবেশ করে তাই করোনার সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায় কয়েকগুণ। তাই বাড়তি সতর্কতা রেখেছে জেলা প্রশাসন।
চলতি বছরের ২৯ ডিসেম্বর গঙ্গাসাগর যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে থাকবেন দু’দিন। খতিয়ে দেখবেন মেলার প্রস্তুতি। নিরাপত্তা থেকে অতিথিদের অ্যাপায়ন, সকল বিষয় নিয়ে খোঁজ নেবেন তিনি। তারপরেই ফিরবেন কলকাতায়। আগামী বছরের ১০ জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা শুরু হতে চলেছে।
রিপোর্ট : সমীর দাস, কলকাতা