জন্মদিনের আগেই সাপে কাটল সালমান খানকে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


জন্মদিনের আগেই সাপে কাটল সালমান খানকে

Share This

জন্মদিনের আগেই সাপে কাটল সালমান খানকে


আজ খবর (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, 26/12/2021 : সুপারস্টার সলমন খানকে সাপের দংশন। তবে এই মুহুর্তে সুস্থই আছেন অভিনেতা।

যেটা জানা যাচ্ছে, সলমন খানকে একটি সাপ দংশন করেছে। তবে সেই সাপটি বিষধর ছিল না বলে জানা গিয়েছে। সাপে কাটার পরেই সলমনকে নবি মুম্বইয়ের কামোঠে এলাকায় মহাত্মা গান্ধী মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসা এবং পর্যবেক্ষনের পর ছেড়ে দেওয়া হয় দাবাং অভিনেতা সলমন খানকে। 

সাপে কাটার ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। আগামীকাল অর্থাৎ সোমবার সলমন খানের 56 তম জন্মদিন। তাঁর জন্মদিন সেলিব্রেট করতেই সলমন পানভেলের ফার্ম হাউসে গিয়েছিলেন। বার্থ ডে সেলিব্রেট করার পার্টি দেওয়া হয়েছে সেখানে। সেইসব কাজ দেখতেই তিনি পানভেলের ফার্ম হাউসে গিয়েছিলেন। সেখানেই তাঁকে সর্প দংশনের শিকার হয়ে হয়। গতকাল গভীর রাতে ঘটেছে এই ঘটনা। আজ সকাল 9টা নাগাদ তাঁকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর তিনি ফিরে যান পানভেলের ফার্ম হাউসেই।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages