ভারতের শক্তি অনেকটাই বাড়াল 'প্রলয়' মিসাইলের সফল উৎক্ষেপণ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভারতের শক্তি অনেকটাই বাড়াল 'প্রলয়' মিসাইলের সফল উৎক্ষেপণ

Share This

ভারতের শক্তি অনেকটাই বাড়াল 'প্রলয়' মিসাইলের সফল উৎক্ষেপণ


আজ খবর (বাংলা), ভুবনেশ্বর, ওড়িশা, 22/12/2021 : ভারত আজ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত অত্যাধুনিক মিসাইল 'প্রলয়'-এর সফল পরীক্ষা করল।

প্রতিরক্ষা মন্ত্রক সুত্রে জানা গিয়েছে, প্রলয় মিসাইল তৈরি করেছে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেনট অর্গানাইজেশন (DRDO)। আজ ওড়িশার এপিজে আবদুল কলাম দ্বীপ থেকে প্রলয় মিসাইলের সফল উত্ক্ষেপণ করে ভারত নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলল।

প্রলয় মিসাইলটি পরীক্ষার সময় যতগুলো টার্গেট দেওয়া হয়েছিল তার সবকটাই সফলভাবে ছুঁতে পেরেছে প্রলয়। বলা হচ্ছে প্রলয় মিসাইল হল উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং দুর্দান্ত নিখুঁত এর পারফর্মেন্স। এটি একটি সারফেস টু সারফেস মিসাইল। 150 থেকে 500 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো টার্গেটকে নিপূণভাবে ধ্বংস করতে সক্ষম। মিসাইল ট্র্যাকারকে ধোঁকা দিয়ে হাওয়ার মধ্যেই নিজের গতিপথ পাল্টে ফেলতে পারে এই ভয়ংকর মারনাস্ত্র। এই মিসাইল মোবাইল ফোন থেকেও উত্ক্ষেপণ করা সম্ভব। ছুটে আসা অন্য মিসাইলকেও আকাশেই ধ্বংস করে ফেলতে পারে প্রলয়।

প্রলয় মিসাইল নির্মান ও সফল পরীক্ষার জন্যে আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিআরডিওকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। প্রলয়ের মত অত্যাধুনিক মিসাইল ভারতীয় প্রতিরক্ষার মুকুটে নতুন পালখ হয়ে শক্তি বৃদ্ধি করল।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages