আজ খবর (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, 23/12/2021 : দর্শককে বিনোদন ও নিখাদ হাসি উপহার দিতে আসছে পঙ্কজ কাপুর ও ডিম্পল কাপাডিয়া অভিনীত নতুন ছবি 'জব খুলি কিতাব'।
বহুদিন পর ক্যামেরার সামনে হাজির হতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা পঙ্কজ কাপুর এবং অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। ছবিতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে অপারশক্তি খুরানাকে।
অভিনেতা তথা ফিল্ম মেকার সৌরভ শুক্লা পরিচালিত এপলজ এন্টারটেইমেন্ট এর 'জব খুলি কিতাব' আপাদমস্তক বিনোদনমূলক ছবি হয়ে উঠতে চলেছে। গোটা ছবি জুড়েই থাকছে হাসির অসংখ্য সিকোয়েন্স।
ছবিতে যে গল্প দেখানো হচ্ছে সেখানে পঙ্কজ কাপুর ও ডিম্পল কাপাডিয়ার 50 বছরের দাম্পত্য ভেঙ্গে যেতে বসেছে। তাঁদের সাংসারিক টানাপোড়েন পরিবারের বিভিন্ন সদস্যের ওপর নানারকম প্রভাব ফেলে। সব মিলিয়ে জমজমাট চিত্রনাট্য থাকছে 'জব খুলি কিতাব' ছবিটিতে।