দার্জিলিং জুড়ে বিনামূল্যে স্বাস্থ্য শিবির - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দার্জিলিং জুড়ে বিনামূল্যে স্বাস্থ্য শিবির

Share This

দার্জিলিং জুড়ে বিনামূল্যে স্বাস্থ্য শিবির
স্বাস্থ্য শিবিরে দার্জিলিংয়ের মানুষ


আজ খবর (বাংলা), দার্জিলিং, পশ্চিমবঙ্গ, 20/12/2021 : দার্জিলিং পাহাড়ের শীতের সময় নানা মেলা ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত  হয়।

পাহাড়ের বিভিন্ন জায়গায় আজ তেমনই একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো দার্জিলিংয়ের ফ্যান্সি বাজার এলাকায়। এই শিবিরের উদ্দেশ্য ছিল সাধারণ গরিব মানুষ যাতে কম খরচার বিনিময়ে শারীরিক পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ পেয়ে যান। এই শিবিরে রোগীদের বিশেষ যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে শরীরের লক্ষণগুলো দেখে নিয়ে চিকিৎসকরা ওষুধের ব্যবস্থা করেছেন। 


এই শিবিরে সকাল থেকেই একটু ভিড় ছিল স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য। শিবিরের চিকিৎসক ডাক্তার জগদীশ চন্দ্র রায় জানালেন কিভাবে একটি বিশেষ ধরনের মেশিনের মাধ্যমে শরীরের লক্ষণগুলো ফুটে ওঠে এবং তা দেখে রোগীকে পরীক্ষা করে ওষুধের ব্যবস্থা করা হয়।

দার্জিলিং পাহাড়ের বিভিন্ন জায়গায় এই ধরনের স্বাস্থ্য শিবির করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী মাসে মিরিক কালিম্পং কার্শিয়াং দার্জিলিংয়ের কয়েকটি স্থানে এই  এই শিবির চলবে বলে জানা গিয়েছে ।

রিপোর্ট : স্বপন পাল, দার্জিলিং

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages