আজ খবর (বাংলা), ঢাকা, বাংলাদেশ, 22/12/2021 : হাড্ডাহাড্ডি লড়াই করে হকিতে ফের একবার পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। খেলায় 4-3 গোলে জিতল ভারতীয় দল।
ভারত আজ প্রথম থেকেই চেপে ধরতে শুরু করেছিল পাকিস্তানকে। প্রথম পাঁচ মিনিটের মধ্যেই একটি পেনাল্টি কর্নার থেকে ভারতের প্রথম গোলটি করেন হরমনপ্রীত সিং। পরের কোয়ার্টারে পাকিস্তানের আফরাজ গোলটি শোধ করে দেন। ফলাফল দাঁড়ায় 1-1।
পরের কোয়ার্টারে আবদুল রানার গোলে পাকিস্তান 1 গোলে এগিয়ে যায়। ম্যাচের স্কোর হয় পাকিস্তানের পক্ষে 2-1।
এরপর ভারতীয় দল ডানদিক থেকে মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকে। একটি পেনাল্টি কর্নার থেকে বরুণ কুমার গোল করে খেলার সমতা ফেরান। স্কোর তখন 2-2। খেলার অবশ্য তখনও বাকি ছিল আট মিনিট।
এর পর ভারতের আকাশদীপ সিং পরপর দুটি গোল করে ভারতকে 4-2 গোলে এগিয়ে দেয়। ইতিমধ্যে ভারতীয় দলের দুই খেলোয়াড় কার্ড দেখে মাঠের বাইরে চলে যাওয়ায় ভারতকে 9 জন খেলোয়াড় নিয়েই খেলতে হচ্ছিল। শেষ মুহুর্তে পাকিস্তানের আহমেদ নাদিম একটি গোল শোধ করেন। খেলার শেষ বাঁশি বাজার সময় স্কোর ছিল - ভারত 4 - পাকিস্তান 3।
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে এই নিয়ে ভারত দুবার হারালো পাকিস্তানকে। ভারতীয় হকি দল এই মুহুর্তে যথেষ্ট শক্তিশালী দল। পাকিস্তানের সাথে শেষ 13টি ম্যাচে ভারত পাকিস্তানকে 12টি ম্যাচে হারিয়েছে। একটি ম্যাচে ড্র হয়েছিল। আজ পাকিস্তানকে হারিয়ে এই টুর্নামেন্টে ভারত ব্রোঞ্জ পদক নিশ্চিত করল।