আজ খবর (বাংলা), রায়না, পুর্ব বর্দ্ধমান, পশ্চিমবঙ্গ, 20/12/2021 : ফের ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালেন এক বাইক চালক।
ভয়াবহ পথদুর্ঘটনায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম শেখ বাবর আলী, বয়স ৪২। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের খালেরপোল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাইক নিয়ে ওই ব্যক্তি বর্ধমানের দিকে যাচ্ছিলেন। তখনই বর্ধমান গামী একটি লরি সামনে থেকে ধাক্কা মারে, ঘটনাস্থলে ছিটকে পড়েন ঐ বাইক চালক।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যেভাবে দিনের বেলায় বালির লরি রাস্তায় চলছে, তাতে রাস্তায় জ্যাম যেমন বাড়ছে, তেমনই পাল্লা দিয়ে দুর্ঘটনাও বাড়ছে প্রতিদিনই। সাধারণ মানুষ অভিযোগ জানায় বালির গাড়ি সহ অন্যান্য গাড়ির আসা যাওয়া করা যদি নিয়ন্ত্রণ করা যায়, সমস্ত ধরনের গাড়ির গতি যদি কমানো যায়, তবে এই সড়ক যানজট মুক্ত হবে এবং দুর্ঘটনাও এড়ানো যাবে।