মহাকাশে মানুষ পাঠাচ্ছে ভারত - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মহাকাশে মানুষ পাঠাচ্ছে ভারত

Share This

মহাকাশে মানুষ পাঠাচ্ছে ভারত


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 09/12/2021 : আগামী 2023 সালে মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ভারত। মহাকাশের এই মিশনের নাম 'গগনযান'।

মহাকাশে গবেষক পাঠানোর আগে অবশ্য মানুষ বিহীন দুটি রকেট মহাকাশে পাঠাবে ভারত। তার মধ্যে প্রথম রকেট পাঠানো হতে পারে 2022 সালের জুলাই-অগষ্ট মাস নাগাদ। তারপরেই 2022 সালের শেষ দিকে আরও একটি মহাকাশ যান পাঠাবে ভারত যার নাম ভ্যয়োমিত্র।

সবকিছু ঠিক থাকলে 2023 সালে মহাকাশে মানুষ পাঠাবে ভারত। সেক্ষেত্রে মহাকাশে মানুষ পাঠানোর নিরিখে ভারত বিশ্বের চতুর্থ দেশ হবে। অর্থাৎ আমেরিকা, রাশিয়া ও চীনের পরেই থাকবে ভারতের নাম। গগনযান ভারতীয় মহাকাশচারীদের নিয়ে লো অরবিট ক্ষেত্রে মহাকাশে যাত্রা করে ফের ফিরিয়ে আনবে পৃথিবীতে। 2018 সালে দেশের স্বাধীনতা উদযাপন করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2022 সালে মহাকাশে মানুষ পাঠানোর কথা ঘোষনা করেছিলেন। কিন্তু টার্গেট নিলেও মহাকাশে মানুষ প্রেরণের বিষয়টা এক বছর পিছিয়ে গিয়েছে করোনা ভাইরাসের জন্যেই।

দেশের মহাকাশ গবেষণা মন্ত্রক জানাচ্ছে গগনযান মিশনের জন্যে 500টির বেশি সংস্থা একসাথে কাজ করে চলেছে। মহাকাশ গবেষণা এবং রকেট পাঠানোর বিজ্ঞানভিত্তিক প্রযুক্তির জন্যে বর্তমানে প্রতিযোগিতামূলক বাজার খুলে দেওয়া হয়েছে। যার ফলে অত্যন্ত উন্নত মানের সামগ্রী খুব সহজেই পেয়ে যাচ্ছে ইসরো। খরচও কম হচ্ছে। এর ফলে ভারত মহাকাশ গবেষণার ক্ষেত্রটির পরিধি অনেকটাই বাড়িয়ে নিতে পারবে বলে মনে করা হচ্ছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages