চার দেশের রাষ্ট্রদূত পরিচয় পত্র জমা দিলেন রাষ্ট্রপতিকে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


চার দেশের রাষ্ট্রদূত পরিচয় পত্র জমা দিলেন রাষ্ট্রপতিকে

Share This

চর দেশের রাষ্ট্রদূত পরিচয় পত্র জমা দিলেন রাষ্ট্রপতিকে


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 14/12/2021 : রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ আজ রাষ্ট্রপতি ভবনের অশোক হলে কিউবা ও মঙ্গোলিয়া-র রাষ্ট্রদূত এবং ঘানা ও সিয়েরা লিওন-এর হাই কমিশনারের পরিচয়পত্র গ্রহণ করেছেন। 

 
যাঁরা পরিচয়পত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন তাঁরা হলেন : 
 
১) কিউবার রাষ্ট্রদূত মিঃ আলেজান্দ্রো সিমানকাস মারিন
২) ঘানার হাই কমিশনার মিঃ কোয়াকু আসোমাহ-চেরেমেহ
৩) মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত মিঃ গানবোল্ড ডাম্বাজাভ
৪) সিয়েরা লিওন-এর হাই কমিশনার মিঃ রশিদ সেসে
 
রাষ্ট্রপতি পরিচয় পত্র গ্রহণ করার পর রাষ্ট্রদূত এবং হাই কমিশনারদের সঙ্গে পৃথকভাবে মত বিনিময় করেছেন। তিনি অভিনন্দন জানিয়ে বলেন, সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক তাঁদের উদ্যোগে আরও দৃঢ় হবে। রাষ্ট্রপতি ভারতের সঙ্গে এই দেশগুলির বহুপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন। রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের মাধ্যমে শ্রী কোবিন্দ ওই দেশগুলির সরকার প্রধানদের ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানান। ভারতের সঙ্গে এই দেশগুলির সম্পর্ক আরও দৃঢ় করার জন্য একযোগে কাজ করবেন বলে রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা প্রতিশ্রুতি দিয়েছেন।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages