হাওড়ায় স্বামী স্ত্রীর রহস্যমৃত্যু, নেপথ্যে ফেসবুক ! - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


হাওড়ায় স্বামী স্ত্রীর রহস্যমৃত্যু, নেপথ্যে ফেসবুক !

Share This

হাওড়ায় স্বামী স্ত্রীর রহস্যমৃত্যু, নেপথ্যে ফেসবুক !
চ্যাটার্জিহাটের এই বাড়িতেই দম্পতির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে 


আজ খবর (বাংলা), চ্যাটার্জিহাট, হাওড়া, পশ্চিমবঙ্গ, 26/11/2021 : হাওড়ার চ্যাটার্জীহাট থানার নন্দলাল লেনে স্বামী স্ত্রীর রহস্যমৃত্যু।  ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়, মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ।  

স্থানীয় সুত্রে জানা গিয়েছে ফেসবুকে সবসময় ব্যস্ত থাকতেন স্ত্রী আর তা নিয়ে আপত্তি ছিলো স্বামীর। এনিয়ে মাঝেমধ্যে ওই দম্পতির ঝামেলা হত। সেকারনে স্ত্রী মৌসুমী মাইতির সাথে স্বামী গৌতম মাইতির বিবাদ চরমে ওঠে এদিন। 

একথা জানান তাঁদের বড় মেয়ে মৌরুসি। সেকারনে স্ত্রীকে খুন করে নিজে গৌতম বাবু আত্মঘাতী হন বলে প্রাথমিক অনুমান পুলিশের। যদিও মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রবিবার দুপুরে ১২/২ নন্দলাল মুখার্জি লেনে উদ্ধার হয় এই দম্পতির মৃতদেহ।তাদের দুই মেয়ে ড্রয়িং ক্লাসে গিয়ে ফিরে এসে দেখে দরজা ভিতর থেকে বন্ধ। কলিং বেল বাজিয়েও দরজা খোলেনি কেউ। 

এরপর পুলিশে খবর দিলে দরজা ভেঙে দেখা যায় মেঝেতে মৃত অবস্থায় পড়ে রয়েছেন মৌসুমী দেবী। সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় গৌতম বাবুকে। জানা গেছে, হাওড়ায় একটি পানশালায় ম্যানেজারের কাজ করতেন গৌতম বাবু। বছর তিনেক আগে সপরিবারে চ্যাটার্জি হাট এলাকায় ফ্ল্যাট ভাড়া নেন।

দুই মেয়ে হাওড়ার একটি ইংরাজি মাধ্যম স্কুলে নবম ও তৃতীয় শ্রেণীতে পড়ে। পুলিশ ও প্রতিবেশীদের অনুমান স্ত্রীকে হত্যা করে আত্মঘাতী হয়েছেন গৌতম বাবু।

রিপোর্ট : শেখ আমজাদ আলি

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages