আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 09/12/2021 : আর কিছুক্ষণ পরেই সন্ধ্যে 7টা 45 মিনিট নাগাদ সেনা বাহিনীর একটি বিশেষ বিমান ওয়েলিংটন থেকে দিল্লীর পালাম বিমানবন্দরে এসে পৌঁছে যাবে গতকাল এমআই 17 হেলিকপটার দুর্ঘটনায় নিহত সেনা আধিকারিকদের মরদেহ নিয়ে।
এর মধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ভেঙ্গে পড়ার আগে কুয়াশার মাঝে ঢুকে যাচ্ছে অভিশপ্ত এমআই 17 হেলিকপটারটি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন বেশ নিচু দিয়ে যাচ্ছিল সেই হেলিকপটার। হঠাৎ করেই তাতে আগুন লেগে যায় এবং তা আগুনের গোলার মত নিচের পাহাড়ের খাদে গিয়ে আছড়ে পড়ে ।
হেলিকপ্টারের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। এই ব্ল্যাক বক্স নিশ্চিতভাবে বলে দেবে কি হয়েছিল শেষ মুহুর্তে ? কিভাবে ঘটেছিল দুর্ঘটনা ? কেন আধ ঘন্টা ধরে হেলিকপ্টারের লিঙ্ক কেটে গিয়েছিল ? হেলিকপটার ভেঙ্গে পড়ার ঘটনা নিছক দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত ?
ফরেন্সিক দল ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। আজ দিল্লীতে নিয়ে যাওয়া হচ্ছে নিহত সেনা আধিকারিকদের মরদেহ। সেখানে তাঁদের শেষ শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, দেশের প্রতিরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল ও অন্যান্যরা।
আগামীকাল নিহত সেনা আধিকারীকদের শেষকৃত্য সম্পন্ন হবে। সূত্র মারফত জানা যাচ্ছে খুব শীঘ্রই চিফ ডিফেন্স স্টাফ পদে বিপিন রাওয়াতের বদলে নতুন কাউকে নিয়োগ করা হবে। কারন দেশের তিন সেনাবাহিনীর শীর্ষতম পদতি বেশিদিন শূন্য রাখা যাবে না। এই পদের জন্যে অসমর্থিত সুত্রে আর্মি চিফ এন এম নারাভানের নাম শোনা যাচ্ছে।