মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় বসতে অনিচ্ছুক পড়ুয়াদের পথ অবরোধ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় বসতে অনিচ্ছুক পড়ুয়াদের পথ অবরোধ

Share This

মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় বসতে অনিচ্ছুক পড়ুয়াদের পথ অবরোধ


আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 09/12/2021 : মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় বসতে না চেয়ে স্কুল পরিদর্শকের দপ্তরে এসে বিক্ষোভ দেখাল জলপাইগুড়ি‌র বিভিন্ন স্কুলের ছাত্র‌রা। 

প্রয়োজনে পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি জানায় ছাত্র‌রা। এই দাবি নিয়ে জলপাইগুড়ি‌র কদমতলা‌য় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পড়ুয়া‌রা।

অভিযোগ, করোনা পরিস্থিতির জন্য সিলেবাস‌ই কমপ্লিট হয়নি। এই পরিস্থিতি‌তে টেস্ট পরীক্ষা দিলে পরীক্ষার রেজাল্ট কার‌ও ভাল হবে না। ছাত্র‌দের অভিযোগ, করোনা পরিস্থিতি‌তে বিদ‍্যালয় বন্ধ থাকায় ঠিকমতো পড়াশোনা করতে পারেনি তারা। স্কুলগুলোতে অনলাইনে‌র মাধ্যমে ক্লাস হলেও ঠিকমতো পড়াশোনা হয়নি। আবার অনেক পড়ুয়ার পরিবার দুঃস্থ হওয়ার তারা মোবাইল কিনতে পারেনি। ফলে অন লাইনে পড়াশোনার করার সুযোগ থেকে তারা বঞ্চিত। 

এই অবস্থায় ছাত্র‌রা পরীক্ষা দিলে রেজাল্ট একেবারেই ভালো হবে না বলে মনে করছে ছাত্র‌রা।  বৃহস্পতিবার জলপাইগুড়ি‌র সোনাউল্লা বিদ্যালয়, ফণীন্দ্রদেব বিদ‍্যালয়, উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও জেলা স্কুলের ছাত্র‌রা অংশ নেয় এই বিক্ষোভ আন্দোলনে। পরীক্ষার্থীদের দাবি টেস্ট পরীক্ষা ছাড়া‌ই তাদের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব‍্যবস্থা করতে হবে। পথ আবারোঢ করলেও পরে পুলিশ এসে তাদের অবরোধ তুলে দেয়।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages