আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 11/12/2021 : আরও দূরপাল্লার এবং বেশি শক্তিশালী পিনাক ক্ষেপনাস্ত্রের সফল উত্ক্ষেপণ করল ভারত।
ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি পিনাক ক্ষেপণাস্ত্র। এটি একটি মাল্টি ব্যারেল মিসাইল যা অত্যন্ত কম সময়ে পরের পর মিসাইল ছুঁড়ে দিতে পারে। এই ক্ষেপাস্ত্র দিয়ে 40 থেকে 60 কিলোমিটার (extended version) দুরের লক্ষ্যকে নির্ভুলভাবে গুঁড়িয়ে দেওয়া সম্ভব হত।
আজ দেশের ডিফেন্স রিসার্চ ডেভেলপমেনট অর্গানাইজেশন (DRDO) জানিয়েছে তারা অত্যাধুনিক এই পিনাক ক্ষেপনাস্ত্রের আরও শক্তিশালী ও দূরপাল্লার রেঞ্জটির সফলভাবে পরীক্ষা করে দেখেছে। এই উৎক্ষেপণ করা হয়েছে রাজস্থানের পোখরান রেঞ্জে।
Loading...