আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 12/12/2021 : এক সপ্তাহ পরেই কলকাতায় হতে চলেছে পুরভোট। আর মাত্র কয়েকদিন বাকি আছে প্রচারের। বেহালা অঞ্চলে আজ প্রচার করতে দেখা গেল অভিনেতা তথা বিজেপি নেতা হিরনকে।
129 নম্বর ওয়ার্ডের মনোনীত বিজেপি প্রার্থী নবনীতা ভট্টাচার্যের সমর্থনে আজ বেহালার বিজি প্রেস এলাকায় ঘরে ঘরে প্রচার করলেন অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
প্রচার করতে এসে হিরণ চট্টোপাধ্যায় এখানে এসে বলেন, "পৌরসভা ভোট হয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে। তাই পৌরসভা ভোট হয় ওয়ার্ডের মানুষ কাকে চায় এবং মানুষের পাশে কে থাকে সেটা দেখে। তাই আমি আশাবাদী যদি সঠিকভাবে ভোট হয় তাহলে এই ওয়ার্ড থেকে আমরা জয়ী হবো।"
রিপোর্ট : সুব্রত রায়
Loading...