আজ খবর (বাংলা), দার্জিলিং, পশ্চিমবঙ্গ, 15/12/2021 : সম্প্রতি দার্জিলিং জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে প্রান্তিক গ্রামীণ এলাকার হস্তশিল্প কারিগরদের নিয়ে স্থানীয় গোর্খা রঙ্গমঞ্চ প্রাঙ্গনে একটি হস্তশিল্প প্রদর্শনী সম্পন্ন হয়েছিল।
আমাদের দেশের বিভিন্ন রাজ্যের তাদের নিজস্ব হস্তশিল্প রয়েছে। কোথাও গ্রামীণ ভিত্তিক, কোথাও বা শহুরে ছোঁয়া রয়েছে। দক্ষিণ ভারতের হস্তশিল্প আর আমাদের রাজ্যের হস্তশিল্পের মধ্যে তারতম্য যে অনেক, তা আমরা দেখতে পাই। সম্প্রতি শেষ হওয়া জেলা হস্তশিল্প প্রদর্শনীতে একটা ভিন্ন রূপ দেখতে পাওয়া গেছে। অধিকাংশ স্টলগুলোতে মহিলা হস্তশিল্প কারিগর তাদের অনবদ্য শিল্পসম্ভার নিয়ে পসরা সাজিয়ে উপস্থিত ছিলেন।
একটি স্টলে বহু মানুষের ভিড় লক্ষ করা গেল। স্টলটিতে খোঁজ নিয়ে জানা গেল নানান শিল্পসম্ভার এ সজ্জিত হস্তশিল্প গুলি একদল মুকবধির মানুষ তৈরি করেছেন। তাঁরা সবাই প্রতিদ্বন্দ্বী।
আমরা 2021 কে বিদায় দিতে চলেছি আর ক'দিন পরেই নতুনকে সাদরে গ্রহণ করবে সবাই। প্রতি বছর 3রা ডিসেম্বরে ঘটা করে উদযাপন করা হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস, প্রতিবন্ধী মানুষদের স্মরণ করে গুছিয়ে কথা বলা হয় নানা অনুষ্ঠানে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদযাপন কমিটির পক্ষ থেকে। কিন্তু বাস্তব হল, কয়েকদিন পর তারা আর খোঁজ নেয় না, সেই সব অবহেলিত মানুষদের। কথা বলতে না পারা, না শুনতে পাওয়া মানুষগুলি গুমড়ে মরার উপায় ছাড়া আর কিছু থাকেনা।