হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ

Share This

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 31/12/2021 : করোনা ধরা পড়ার তিন দিন পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল বিসিসিআই প্রেসিডেনট সৌরভ গাঙ্গুলীকে।

চিকিৎসক দের পরামর্শ অনুযায়ী সৌরভ গাঙ্গুলীকে হোম আইসোলেশনে থাকতে হবে। মোট 14 দিন তাঁকে বাড়িতেই হোম কোয়ারান্টিনে থাকবে হবে। তার শারীরিক অবস্থা ভালো। সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। 

আজকে তাঁর জেরোম সিকোয়েন্সইং-এর রিপোর্ট কল্যাণীর এক হাসপাতাল থেকে আসে। তার পরেই  তাঁকে ছাড়ার সিদ্ধান্ত নেন তাঁর চিকিৎসায় নিযুক্ত চিকিৎসকদের দল। 

আপাতত তাঁকে চিকিৎসকদের পরামর্শ মেনেই চলতে হবে। সমস্ত করোনা প্রটোকল মেনে চলতে হবে বাড়িতেও। এছাড়া চিকিৎসা ক্ষেত্রে তার যাবতীয় ওষুধপত্র চলবে। ভিটামিন সি জাতীয় ট্যাবলেট নিয়মিত তাঁকে নিতে হবে। ফুসফুস যাতে স্বাভাবিক থাকে তার জন্য তাঁকে উষ্ণ ভাব নিয়ে চলতে হবে। এছাড়া 14 দিন পর কোরেন্টাইন এর পর বাড়ি থেকে বেরোনোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকের দল। 

আজ তাঁর রিপোর্ট নেগেটিভ আসার পরেই সৌরভকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেই মত আজকে আলিপুরের সেই বেসরকারি হাসপাতাল থেকে সৌরভকে ছাড়া হল। হাসি মুখ নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন মহারাজ। হাত নড়িয়ে সুস্থ আছেন ভালো আছেন সেই ইঙ্গিতই দিলেন তিনি।

রিপোর্ট : সুস্মিতা ভৌমিক

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages