দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় ব্যাপক তুষারপাত - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় ব্যাপক তুষারপাত

Share This

দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় ব্যাপক তুষারপাত


আজ খবর (বাংলা), দার্জিলিং, পশ্চিমবঙ্গ, 29/11/2021 : দক্ষিণ বঙ্গে যখন তাপমাত্রার পারদ উর্দ্ধমুখী, তখন রাজ্যের উত্তরে দার্জিলিং পাহাড়ে শুরু হয়েছে ব্যাপক তুষারপাত। শীত যেন কামড়ে ধরতে চাইছে গোটা উত্তরবঙ্গ জুড়েই।

আজ দার্জিলিং পাহাড়ের ঘুম, জোড় বাংলো এবং টাইগার হিল এলাকায় ব্যাপক তুষারপাত হয় আজ সকালে। সকাল ছ'টা থেকে প্রথমে বৃষ্টি পড়ে  তারপরেই তুষারপাত শুরু হয়। সকালের দিকে  তিন ডিগ্রি তাপমাত্রা নেমে যায় দার্জিলিং শহরে। দার্জিলিং শহরে  বিভিন্ন জায়গায় (আলু বাড়িতে) বরফ পড়ে।  পর্যটকরা বেরিয়ে পড়েন  বরফ দেখতে। বাতাসিয়া লুপ থেকে শুরু হয় ব্যাপক ট্র্যাফিক জ্যাম।  রাস্তার দু'ধারে বরফ পড়ে যান চলাচলে বাধা সৃষ্টি হয়। 


দার্জিলিং থেকে শিলিগুড়িমুখী যাত্রীদের  তিন থেকে চার ঘণ্টা গাড়িতেই বসে থাকতে হয় পরে যানজট ছাড়িয়ে বিকেল চারটে নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় সূত্র অনুযায়ী খবর,  আজ সকালে টাইগার হিলে যে সমস্ত পর্যটক যাওয়ার জন্য প্রস্তুত হয়ে ছিলেন,  তাঁদের নিরাশ হয়ে ফিরতে হয় হোটেলে  বসে দিন কাটান ।কেননা সকালে আবহাওয়া বেশ খারাপ ছিল।


এদিকে তুষারপাত হয়েছে সান্দাকফু এলাকাতেও। আজ সকালে সুখিয়াপোখরিতেও তুষারপাত হয়েছে। গত কয়েকদিন ধরে সিকিমের ছাঙ্গু লেক, উত্তর সিকিমের লাচুং অঞ্চলে ব্যাপক তুষারপাত হয়েছে। পর্যটকদের 6000 ফুটের ওপরে কোথাও যেতে নিষেধ করা হয়েছে। কিন্তু পর্যটকেরা এই মুহুর্তে পাহাড়ে গিয়ে পুরো দমে উপভোগ করছেন তুষারপাত। দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় আগামীকালও তুষারপাত হতে পারে বলে মনে করা হচ্ছে।

স্বপন পাল দার্জিলিং

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages