আমি গোয়ারই একজন, এখানেও খেলা হবে : মমতা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আমি গোয়ারই একজন, এখানেও খেলা হবে : মমতা

Share This

আমি গোয়ারই একজন, এখানেও খেলা হবে : মমতা


আজ খবর (বাংলা), পানাজি, গোয়া, ভারত, 13/12/2021 :   গোয়ায় গিয়ে কর্মী সমর্থকদের উজ্জীবিত করলেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দেড়  মাসের মধ্যেই দ্বিতীয়বার গোয়ায় গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়ায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, "আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করি। আমার ওপর ভরসা আছে তো ? আমার ওপর ভরসা থাকলে আর পিছনে তাকাবেন না। সামনের দিকে এগিয়ে চলুন। আমরা বিজেপি বিরোধী ভোট একত্র করব। এখানে আমরা জিতব বলেই এসেছি।"

মমতা আরও বলেন, "বাংলায় অনেক কাজ করেছি। বাংলাকে সেরা রাজ্য করেছি। স্বাস্থ্যসাথী থেকে লক্ষীর ভাণ্ডার সব প্রকল্প এখানেও হবে। গোয়া খুব সুন্দর একটা রাজ্য। এখানে আরও উন্নয়ন করতে হবে। সেই উন্নয়নের নেতৃত্ব আপনাদেরকেই দিতে হবে। আমরা সব রকম সাহায্য করতে প্রস্তুত আছি।"

মমতা বলেন, "আমি সব ধর্মকেই প্রাধান্য দিই। সবার সাথে মিলে মিশে কাজ করি। বড়দিন আসছে। আপনারা আনন্দ করুন। বিজেপির বিরুদ্ধে আমরা পুরো লড়াই করব। আধাআধি লড়াই করব না। আমি বলে যাচ্ছি, এখানেও খেলা হবে। দিল্লী থেকে দাদাগিরি চলবে না।"ব

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages