আজ খবর (বাংলা), মুম্বাই, মহারাষ্ট্র, 25/12/2021 : দক্ষিনী সুপারস্টারের সাথে জুটি বেঁধে 'মেরি ক্রিসমাস' নামে নতুন ছবির প্রজেক্টে হাত দিলেন ক্যাটরিনা কাইফ (ক্যাটরিনা কৌশল)।
আজ বড়দিনে পরিচালক শ্রীরাম রাঘবন ও দক্ষিনী সুপারস্টার বিজয় সেতুপথির সাথে একটি অনুষ্ঠানে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানালেন ক্যাটরিনা। এই অনুষ্ঠানে টিপ্স ইন্ডাষ্ট্রীজ ঘোষনা করল ম্যাচবক্স পিকচার্সএর সাথে হাত মিলিয়ে তাদের নতুন ছবি 'মেরি ক্রিসমাস' মুক্তি পাবে আগামী বছর 23শে ডিসেম্বর তারিখে।
এই ছবিতে নায়ক হিসেবে কাজ করবেন দক্ষিনের সুপারস্টার বিজয় সেতুপথী এবং নায়িকার ভূমিকায় কাজ করবেন ক্যাটরিনা কাইফ। চলতি সপ্তাহেই এই ছবির শ্যুটিং মুম্বইতে শুরু হয়েছে। এই ছবির প্রযোজক হিসেবে থাকছেন রমেশ তাওরানি এবং সঞ্জয় রাওতরে।