ধর্মীয় সংস্কারে মৃত্যু এবার উত্তর পাড়ায় - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ধর্মীয় সংস্কারে মৃত্যু এবার উত্তর পাড়ায়

Share This

ধর্মীয় সংস্কারের বলি এবার উত্তর পাড়ায়


আজ খবর (বাংলা), উত্তরপাড়া, হুগলী, পশ্চিমবঙ্গ, 15/12/2021 : হুগলির উত্তরপাড়ায় একটি জৈন পরিবারে 87 বছরের বৃদ্ধার টানা 19 দিন অনশনের পর ইচ্ছামৃত্যুর ঘটনা ঘটেছে। সূত্র মারফত জানা যায় হিন্দমোটর ডি.জে লেনের বাসিন্দা বছর ৮৭ র দেবী সুরানা পরিবারের লোকেদের সামনে ভগবানের নাম কীর্তনের মধ্যেই দেহ ত্যাগ করেছেন এবং সেই কথা স্বীকার করে নিয়েছেন পরিবারের লোকেরা।

তাঁদের দাবি তাদের ধর্ম মতে স্বেচ্ছায় ভগবানের কাছে দেহ ত্যাগের এই প্রক্রিয়াকে জৈন মত অনুসারে 'সান্তারা' বলা হয়।

যদিও পুলিশ প্রশাসন তরফে ঘটনাস্থলে যান উত্তরপাড়া থানার আই সি। এরপর সিদ্ধান্ত হয় মৃতদেহ পোস্ট মর্টেম করার এবং তার পরে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। 

কিন্তু এর পরেই ঘটনাস্থলে আসেন এক আইনজীবী। তিনি এসে পুলিশকে জানান জৈন ধর্ম মতে এই ধরনের মৃত্যুবরণ করা যেতে পারে। এর সপক্ষে সুপ্রিম কোর্টের স্পষ্ট রায়ও আছে। তারই পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয় ময়না তদন্ত হবে না৷ পরিবার তাদের ধর্মীয় প্রথা অনুযায়ী দেহ সৎকার করবে৷

রিপোর্ট : রাকেশ চক্রবর্তী, হুগলী 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages