আজ খবর (বাংলা), পানিহাটি, উত্তর 24 পরগণা, পশ্চিমবঙ্গ, 18/12/2021 :
ফের কল সেন্টারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগণার পানিহাটি এলাকায়।
চাকরি দেওয়ার নাম করে প্রচুর মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা তুলে ভুয়ো কল সেন্টার চলছিল পানিহাটি আর এন টেগোর রোড এলাকার একটি বাড়িতে। দূর-দূরান্ত থেকে বহু পুরুষ ও মহিলা চাকরির জন্য এই ভুয়ো কল সেন্টারে আসেন, রাজ্যের বিভিন্ন জায়গার ছেলে মেয়েদের চাকরি দেবে বলে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠে এই কল সেন্টারের বিরুদ্ধে।
এই বিষয়ে খড়দহ থানার পুলিশকে পুরো বিষয়টি জানায় প্রতারিত কিছু লোকজন,খড়দা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ভুয়ো কল সেন্টারে হানা দেয় এবং মোট ৭ জন কর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এই ভুয়ো কল সেন্টারের সাথে আর কে কে জড়িত আছে তা জানার জন্যে আরও তল্লাশি চালাচ্ছে খড়দা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদের।
রিপোর্ট : সৃঞ্চিনী পোদ্দার