আজ খবর (বাংলা), ডানকুনি, হুগলি, পশ্চিমবঙ্গ, 23/12/2021 : রীতিমত জিঙ্গেল বেল জিঙ্গেল বেল গাইতে গাইতে রেল স্টেশনে বসবাস করা শিশুদের মুখে বড়দিনের আগে হাসি ফোটাতে সান্টা’র সাজে সেজে প্ল্যাটফর্মের যীশুদের হাতে কেক আর লজেন্স তুলে দিতে দেখা গেল হুগলী জেলা পরিষদের পূর্ত কার্য্য ও পরিবহণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জীকে। যিনি বলেন একজন রাজনীতিবিদের সবার আগে একজন সমাজসেবক হওয়া একান্ত প্রয়োজন।
২২ ডিসেম্বরের সন্ধ্যায় রীতিমত সান্টা সেজে হুগলি জেলার ডানকুনি, গোবরা ইত্যাদিক স্টেশনে হাজির হয়ে যান সুবীর বাবু। সেখানে তিনি স্টেশনে বাস করা শিশুদের হাতে বড়দিনের কেক তুলে দেন, এছাড়াও ওখানকার মায়েদের কম্বল দানও করেন। এ প্রসঙ্গে সুবীর বাবু বলেন, "মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা সর্ব ধর্মের উত্সবে আনন্দ করি। সামনে শুভ বড়দিন, তাই বড়দিন উপলক্ষে এই প্ল্যাটফর্মের যীশুদের যাঁদের একটা কেকও কেউ দেয় না তাদের একটা করে কেক, একটু লজেন্স আর মায়েদের হাতে এই শীতে একটা করে কম্বল দান করছি।"
সুবীরবাবু বলেন, "যেহেতু আমি নিজে সর্ব ধর্মের উত্সবে মেতে উঠি, আমরা যেমন দুর্গাপুজায় মেতে উঠি, তেমনি মুসলিম ভাইদের পরবে ও খ্রিস্ট ধর্মাবলম্বীদের উত্সবেও নিজেদের মিশিয়ে দিই, আর তাই বড়দিনকে পালন করতে এই সকল প্ল্যাটফর্মের যীশুদের মুখে হাসি ফুটিয়ে দের সঙ্গে বড়দিনের আনন্দ ভাগ করে নিচ্ছি।"
রিপোর্ট : মৌসুমী দেওয়ানজি