স্বাস্থ্যবিধি অমান্য, দুদিনে দেড় কোটি টাকা জরিমানা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


স্বাস্থ্যবিধি অমান্য, দুদিনে দেড় কোটি টাকা জরিমানা

Share This

স্বাস্থ্যবিধি অমান্য, দুদিনে দেড় কোটি টাকা জরিমানা


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 25/12/2021 : কোভিড স্বাস্থ্য বিধি না মেনে চলার জন্যে জরিমানা হিসেবে মাত্র দুদিনেই দেড় কোটি টাকার বেশি অর্থ আদায় করল দিল্লী সরকার।

দিল্লীতে করোনা সংক্রমণ কিছুটা কমেছে, অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না সেভাবে। কিন্তু দিল্লীতে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। জার ফলে সাধারন মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে ছালেন তার জন্যে কড়া হতে হয়েছে দিল্লী প্রশাসনকে।

যাঁরা দিল্লীর পথে ঘাটে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঘুরে বেড়াচ্ছেন তাঁদেরকে সরসরি জরিমানা করছে দিল্লী পুলিশ। আর এভাবেই মাত্র দুদিনের মধ্যেই জরিমানা বাবদ আদায় হয়েছে দেড় কোটি টাকার বেশি অর্থ।


পুলিশ সুত্রে জানা গিয়েছে, দিল্লীতে স্বাস্থ্যবিধি না মানার জন্যে ইতিমধ্যেই 163টি এফআইআর দায়ের হয়েছে বিভিন্ন থানায়। পুর্ব দিল্লীতে 1245 টি এবং উত্তর দিল্লীতে 1446 টি অভিযোগ জমা হয়েছে স্বাস্থ্যবিধি না মানার জন্যে। এছাড়া 7778 টি অভিযোগ এসেছে মাস্ক না পড়ার জন্যে, সামাজিক দুরত্ব বজায় না রাখার জন্যে এবং এক জায়গায় ভীড় করার জন্যে।  দুদিনে মোট জরিমানা আদায় হয়েছে 1,54,71,500 টাকা। 

দিল্লীতে যাতে ওমিক্রন ছড়িয়ে গিয়ে ভয়াবহ আকার না নেয়, সেই কারনেই পুলিশকে কড়া হতে বলা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গিয়েছে গত 24 ঘন্টায় দিল্লীতে 180 টি নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা কিনা চলতি বছরের 16ই জুন তারিখের পর সবচেয়ে বেশী।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages