আজ খবর (বাংলা), পানাজি, গোয়া, ভারত, 11/12/2021 : পশ্চিমবঙ্গের মত এবার গোয়াতেও লক্ষীর ভাণ্ডার প্রকল্পের ধাঁচে গৃহলক্ষী প্রকল্পের প্রতিশ্রুতি দিল অল ইণ্ডিয়া তৃণমূল কংগ্রেস।
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে লক্ষীর ভাণ্ডার প্রকল্প এনেছে তৃণমূল। রাজ্যের মহিলারা প্রতি মাসে 500 টাকা করে পাচ্ছেন এই লক্ষীর ভাণ্ডার প্রকল্পে। এবার গৃহলক্ষী প্রকল্প নাম দিয়ে নতুন প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হল গোয়াতেও।
অল ইণ্ডিয়া তৃণমূল কংগ্রেস আজ গোয়ায় একটি প্রকল্প আনবে বলে জানিয়েছে। গোয়ায় ভোট আসছে, সেই ভোটে যদি জিতে গিয়ে তৃণমূল ক্ষমতায় আসে তাহলে সমগ্র গোয়ায় তৃণমূল গৃহলক্ষী প্রকল্প নিয়ে আসবে বলে ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছে।
গৃহলক্ষী প্রকল্পে গোয়ার প্রত্যেক পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলারা প্রত্যেক মাসে 5000 টাকা করে হাতে পাবেন অর্থাৎ সারা বছর তাঁরা মোট 60000 টাকা করে পাবেন। সরকারি তহবিল যাতে সাধারন মানুষের কাজে লাগে তার জন্যেই এই খরচ করা হবে বলে জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে।
গোয়ায় গৃহলক্ষী প্রকল্পের জন্যে প্রায় 1500 কোটি থেকে 2000 কোটি টাকা খরচ করা হবে, যা কিনা সেই রাজ্যের সরকারি বাজেটের 6% থেকে 8%এর মত হবে।