আজ খবর (বাংলা), শিলং, মেঘালয়, 21/12/2021 : ক্রমেই অশান্ত হয়ে পড়ছে উত্তর পুর্ব ভারতের রাজ্যগুলি ! জঙ্গী তৎপরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এই অঞ্চলের রাজ্যগুলিতে !
কিছুদিন আগেই নাগাল্যান্ডের মন জেলায় ভুল বোঝাবুঝি হোক বা অন্য কোনো কারনে জঙ্গী সন্দেহেই গুলি চালিয়েছিল নিরাপত্তা বাহিনী। বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছিল সেখানে। সংসদে দাঁড়িয়েই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন সেদিন ঐ এলাকায় জঙ্গী উপস্থিতি ছিল।
এই ঘটনার পরেই অশান্ত হয়ে উঠেছে নাগাল্যান্ডের পরিস্থিতি। আপস্ফা আইন বাতিলের দাবীও উঠতে শুরু করেচ্গে বিভিন্ন মহল থেকে। নাগাল্যান্ডের ঘটনার প্রতিবাদের রেশ দেখা গিয়েছে উত্তর পুর্ব ভারতের বিভিন্ন রাজ্যেও।
এদিকে আজ মেঘালয়ের একটি গ্রামের কাছে পুলিশ উদ্ধার করেছে দুটি আইইডি বিস্ফোরক, তাজা গ্রেনেড এবং অন্যান্য অস্ত্রশস্ত্র। পশ্চিম গারো পাহাড়ের কাছে এই জিনিসগুলি রাখা ছিল একটি প্রেসার কুকার এবং একটি টিনের বাক্সের মধ্যে।
গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশের একটি বাহিনী বোমা, গ্রেনেড ও অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে তুরা থেকে 15 কিলোমিটার দুরে ডুমাজিটক গ্রামের কাছ থেকে। এই ব্যাপারে পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত করে দেখছে।