আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 24/12/2021 : বড় দিনে আরও ভালো পরিষেবা এবং যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ সম্ভাব্য সমস্তরকম পদক্ষেপ নিয়েছে।
পার্কস্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেড স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এমনকি বড় দিনে পার্কস্ট্রিট এবং দক্ষিণেশ্বর স্টেশনে প্রয়োজন অনুসারে অতিরিক্ত চারটি বুকিং কাউন্টার খোলা হবে। যাত্রীদের অতিরিক্ত টিকিটের চাহিদা মেটাতে এই দুটি স্টেশনে পর্যাপ্ত টোকেন এবং স্মার্ট কার্ড দেওয়া হবে।
প্রত্যাশিত ভিড় নিয়ন্ত্রণের জন্য পার্কস্ট্রিট, দক্ষিণেশ্বর, দমদম, এসপ্ল্যানেড, ময়দান এবং রবীন্দ্রসদন স্টেশনে বরিষ্ঠ আধিকারিক ও প্রধান ট্রাফিক সুপারভাইজরা উপস্থিত থাকবেন।
এছাড়াও যে কোনো সমস্যা মোকাবিলায় পার্কস্ট্রিট স্টেশনে রেলিং স্টক সুপারভাইজর মোতায়েন করা হবে। সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে একজন শীর্ষ আধিকারিক নির্বিঘ্নে ট্রেন পরিচালনার বিষয় তদারকি করবেন। ভিড় মোকাবিলায় যাত্রীদের সুবিধার জন্য অতিরিক্ত মেট্রো চালানো হবে।
আরপিএফ এবং কলকাতা পুলিশের আধিকারিকেরা ভিড় সামলানোর জন্য একযোগে কাজ করবেন। মেট্রো যাত্রীদের সমস্ত কোভিড বিধি অনুসরণ এবং মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে সবরকম সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে।