আজ খবর (বাংলা), মুম্বই, মহারাষ্ট্র, 23/12/2021 : সানি দেওলের 'গদর : এক প্রেম কথা' ছবির তারা সিং ফিরে আসছেন সিলভার স্ক্রিনে নতুন গল্প নিয়ে। 'গদর পার্ট 2' -এর প্রাথমিক কাজ শেষ করলেন সানি দেওল।
'গদর : এক প্রেম কথা' ছবিতে দেখানো হয়েছিল দেশ ভাগের সময়কার একটি প্রেমের গল্প। যেখানে ছবির নায়ক ভালবেসে ছিল পাকিস্তানি মেয়ে শাকিনাকে। বিস্তর সংঘর্ষের পর শাকিনাকে পাকিস্তান থেকে উদ্ধার করে নিয়ে ভারতে এসেছিল তারা সিং। গদরের সিক্যুয়েল গদর পার্ট 2 ছবিতেও তারা সিং আর শাকিনার চরিত্রে দেখা যাবে সানি দেওল এবং আমিশা প্যাটেলকে।
সম্প্রতি টানা 25 দিন ধরে হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় শ্যুটিং করে মুম্বই ফিরে এসেছেন সানি দেওল। 2022 সালেই যে গদর পার্ট 2 মুক্তি পেতে চলেছে তা স্বীকার করে নিয়েছেন সানি দেওল নিজেই।