আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 01/01/2022 : তৃণমূল কংগ্রেসের 23 তম প্রতিষ্ঠা দিবসে কর্মী সমর্থকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়।
1988 সালের 1লা জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস দলটি তৈরি করেছিলেন। এর পর নানান উত্থান পতন এবং সংঘর্ষের মধ্যে দিয়ে একটু একটু করে সমৃদ্ধ হয়েছে তৃণমূল কংগ্রেস। বহু ইতিহাসের সাক্ষী থেকেছে ঘাস ফুল শিবির।
দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের মত রাজ্য শাসন করে চলেছে তৃণমূল সরকার। বর্তমানে দেশের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়ে ডালপালা বিস্তার করেছে মা মাটি মানুষের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। মেঘালয়ে বিরোধী দলের তকমা পেয়েছে। রাজনৈতিক লড়াই চলছে ত্রিপুরা, গোয়া, পঞ্জাব, অসম সহ অন্যান্য রাজ্যেও।
আজ 23 তম প্রতিষ্ঠা দিবসে মা মাটি মানুষের তৃণমূল দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মমতা একটি টুইট বার্তায় লিখেছেন, "সেই প্রথম দিনেই আমরা শপথ নিয়েছিলাম যে আমরা মানুষের পাশে থাকব। মানুষের জন্যেই কাজ করে যাব। আমরা আমাদের কথা রেখেই চলেছি। আজকের দিনে আমি তৃণমূলের সমস্ত কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে বলতে চাই, আগামী দিনেও আমরা যেন এভাবেই সংঘবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের কল্যাণের জন্যে কাজ করে যেতে পারি।"