কলকাতায় পুরবোর্ড গঠন 23শে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কলকাতায় পুরবোর্ড গঠন 23শে

Share This

কলকাতায় পুরবোর্ড গঠন 23শে


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 21/12/2021 : কলকাতা পুর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ তৃণমূল কংগ্রেসের। আগামী 23 তারিখে কলকাতা পুর বোর্ড গঠন হতে চলেছে।

বিরোধীদের তুলনায় অনেক বেশি ব্যাবধানে কলকাতা পুরভোটে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। জয় প্রত্যাশিত থাকলেও কলকাতার বিভিন্ন এলাকায় উচ্ছাসে ফেটে পড়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। কলকাতার রং আজ শুধুই সবুজ। 

বিপুল জয়লাভের আনন্দ চেপে রাখেন নি মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি কালিঘাটের বাড়ি থেকে বেরিয়ে এসে বলেন, "এই জয় গনতন্ত্রের জয়। মা মাটি মানুষকে ধন্যবাদ।" আজই মমতা আসামে যাবেন এবং সেখানে গিয়ে কামাখ্যা মন্দিরে পূজো দেবেন।

ইতিমধ্যেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। সেই বৈঠকে হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম। সেই বৈঠকে ঠিক হয়েছে আগামী 23শে ডিসেম্বর কলকাতা পুরবোর্ড গঠন করা হবে। 

এদিকে আজ কংগ্রেস চ্গেরে তৃণমূলে যোগ দিলেন এলেক্সিও রেগিনাল্ডো লরেনসো। তিনি গোয়ায় কংগ্রেসের বিধায়ক ছিলেন। আজ কালীঘাটে এসে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। স্বাভাবিকভাবেই গোয়ায় আরও শক্তি বৃদ্ধি হল তৃণমূলের।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages