স্বাগত 2022 : নববর্ষ পালন করল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও উত্তর কোরিয়া - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


স্বাগত 2022 : নববর্ষ পালন করল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও উত্তর কোরিয়া

Share This

স্বাগত 2022 : নববর্ষ পালন করল নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও উত্তর কোরিয়া


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 31/12/2021 : বছরের শেষ ক্ষণ আগত প্রায়। 2021 সালকে বিদায় জানিয়ে নতুন বছর 2022 সালকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা পৃথিবী।

করোনা অতিমারীর প্রেক্ষিতে 2021 সাল বিশ্বের বহু বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বহু মানুষ হারিয়েছে তাদের আপনজনকে। আতঙ্ক রয়ে গিয়েছে এখনও। ভারতবর্ষে নতুন করে করোনার ঢেউ আছড়ে পড়তে চলেছে। প্রায় সমস্ত দেশবাসী করোনার প্রতিষেধক পেয়ে গেলেও করোনার দাপট থামেনি। ওমিক্রন রূপে ফিরে এসেছে করোনা। 

এখনও বাকি প্রচুর লড়াই। কিন্তু প্রগতি তো আর থেমে  থাকলে চলবে না ! তাই শত বিপদের মধ্যে দিয়েও এগিয়ে চলেছে দেশ তথা গোটা বিশ্ব। আর সেই জন্যেই পুরোন বছরকে চোখের জলে বিদায় জানিয়ে নতুন বছরকে ঘিরে নতুন স্বপ্ন দেখতে চাইছে মানুষ। অনেক আশা আকাঙ্ক্ষার সাথে স্বাগত জানাতে চাইছে নতুন বছর 2022 সালকে। 

বিশ্বের কিছু দেশ ইতিমধ্যেই অবশ্য নতুন বছর অর্থাৎ 2022 সালকে স্বাগত জানিয়ে দিয়েছে। সেই সব দেশগুলি হল উত্তর কোরিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ড হল বিশ্বের প্রথম দেশ যারা 2022 সালকে স্বাগত জানিয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ড বন্দর, অস্ট্রেলিয়ার সিডনি হারবার এবং উত্তর কোরিয়ার টায়ডং নদীর ওপর রাতের আকাশ ঝলমল করছিল যখন এই তিন দেশ 2022 সালকে স্বাগত জানাচ্ছিল। 

আর কিছুক্ষণ পর ভারত সহ এশিয়ার অন্যান্য দেশগুলিও নতুন বছরকে স্বাগত জানাবে। 


2022 সালকে স্বাগত জানাচ্ছে 'আজ খবর'ও। ইংরেজি নববর্ষে আজ খবর-এর প্রত্যেক পাঠক, দর্শক, সদস্য, শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages