আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 30/12/2021 : পেনশন ও পেনশনভোগী কল্যাণ দফতর পেনশনভোগীদের সার্বিক কল্যাণে জীবন প্রমানপত্র জমা দেওয়ার জন্য ২০১৪ সালের নভেম্বরে একটি অনলাইন ব্যবস্থাপনা চালু করে । জীবন প্রমানপত্রের মাধ্যমে একজন পেনশন ভোগী তার পার্সোনাল কম্পিউটার বা মোবাইলে বায়োমেট্রিক ডিভাইস যুক্ত করে বা একটি কমন সার্ভিস সেন্টার অথবা যে কোন নিকটবর্তী ব্যাঙ্ক শাখার পরিষেবা গ্রহণ করে যে কোন সময় যে কোন স্থান থেকে অনলাইন লাইফ সার্টিফিকেট বা জীবন শংসাপত্র জমা দিতে পারবেন।
দফতর ডিজিটাল জীবন শংসাপত্র জমা দেওয়ার জন্য ডাক দফতরের আওতায় ইন্ডিয়ান পোস্ট অ্যান্ড পেমেন্ট ব্যাঙ্ক চালু করেছে । দেশের ১০০টি প্রধান শহরে পেনশন ভোগীদের দোরগোড়ায় ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়া গেছে । পেনশন ভোগীদের কাছ থেকে জীবন শংসাপত্র গ্রহণের জন্য একটি অতিরিক্ত সুবিধা হিসেবে ভিডিও ভিত্তিক গ্রাহক সণাক্তকরণ প্রক্রিয়া চালু করা হয়েছে । দেশের বেশিরভাগ ব্যাঙ্কেই এই পরিষেবা কার্যকর হয়েছে ।
এছাড়াও সমস্ত পেনশন ভোগী এবং তাদের পরিবারের জীবনযাত্রা আরও সহজ করে তুলতে পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ এনআইসি, ইলেক্ট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং ইউআইডিএআই-এর সঙ্গে নিজেদের যুক্ত করেছেন । মন্ত্রক পেনশনভোগীদের সুবিধার্থে নীতিগত পরিবর্তন নিয়ে এসেছে । এমনকি পেনশন ভোগীদের কল্যাণে পদ্ধতিগত ব্যবস্থাপনারও উন্নতি সাধন করা হয়েছে । অনলাইন পেনশন অনুমোদন ও অনুসন্ধান ব্যবস্থাপনা – ‘ভবিষ্য’ এর মাধ্যমে পেনশন সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করা বাধ্যতামূলক হয়েছে । মন্ত্রক/দফতর এই প্রথমবার সেন্ট্রাল সিভিল সার্ভিস(পেনশন) বিধি ২০২১-এর ওপর নিজস্ব পুস্তিক প্রকাশ করেছে ।