কোটি টাকার এম্বারগ্রিস উদ্ধার, গ্রেপ্তার 2 - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কোটি টাকার এম্বারগ্রিস উদ্ধার, গ্রেপ্তার 2

Share This

কোটি টাকার এম্বারগ্রিস উদ্ধার, গ্রেপ্তার 2


আজ খবর (বাংলা), পিম্পরি চিঞ্চওয়ার, মহারাষ্ট্র, 10/12/2021 : মহারাষ্ট্রের পিম্পরি চিঞ্চওয়ার থানার পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে তিমি মাছের এম্বারগ্রিস পাচার করার দায়ে। 

এম্বারগ্রিস হল মোমের মত দেখতে একধরনের তরল পদার্থ যা পাওয়া যায় তিমি মাছের অন্ত্রের মধ্যে। এই তরল পদার্থ অনেক সময় সমুদ্রেও ভাসতে দেখা যায়। এম্বারগ্রিসকে তিমি মাছের বমিও বলা হয়। এই পদার্থটি ব্যাপক সুগন্ধি এবং সুগন্ধি তৈরির কাজেই লাগানো হয়। সব সময় পাওয়া যায় না তাই এর চাহিদা এবং বাজার মূল্য প্রচুর। 

গোপন সুত্রে খবর পেয়ে মহারাষ্ট্র পুলিশ পিম্পরি চিঞ্চওয়ারার কাছে মোসি টোলের কাছে ফাঁদ পেতে দুজনকে গ্রেপ্তার করেছে। এই দুজনের নাম জন সুনীল সাঠে এবং অজিত হুকুমচাঁদ বাগমার। এদের থেকে যে পরিমান এম্বারগ্রিস উদ্ধার করা হয়েছে তার বাজার মূল্য 1 কোটি 10 লক্ষ টাকা বলে জানা গিয়েছে। এদের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন আইনের ধারায় মামলা করা হয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages