আজ খবর (বাংলা), কোচবিহার, পশ্চিমবঙ্গ, 23/12/2021 : গরু পাচার রুখতে ফের গুলি চলল ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে। গুলিতে জখম এক চোরাচালানকারী।
যেটা জানা যাচ্ছে, মধ্যরাত্রে 2টো বেজে 5 মিনিট নাগাদ ভারত বাংলাদেশ সীমান্তে 20 জনের একটি দল গরু পাচারের উদ্দেশ্যে সীমান্ত পার করার চেষ্টা করে। বিষয়টা বিএসএফ জাওয়ানদের চোখে পড়ে যায়। বিএসএফ জওয়ানরা চোরাচালানকারীদের রুখে দিতে চেষ্টা করলে 20 জনের ঐ দলটি জওয়ানদের আক্রমণ করতে থাকে।
সেই সময় বিএসএফ জওয়ানরা শূন্যে গুলি চালায়। চোরাচালানকারীদের ভাগিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু দুষ্কৃতীরা জওয়ানদের থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই সময় আত্মরক্ষার্থে জওয়ানরা পাল্টা গুলি চালালে এক দুষ্কৃতীর কাঁধে গুলি লাগে। বাকিরা পালিয়ে যায়।
আহত দুষ্কৃতীকে উদ্ধার করে প্রথমে গীতালদহ বর্ডার আউটপোস্টে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তারপর তাকে দিনহাটা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে কোচবিহার এমজেএম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিএসএফ সুত্রে জানা গিয়েছে ধৃত ও আহত ব্যক্তি সীমান্ত অপরাধের সাথে দীর্ঘদিন ধরেই যুক্ত। ঐ ব্যক্তির স্ত্রীও সীমান্ত অপরাধে লিপ্ত থাকায় 2020 সালের 11ই নভেম্বর থেকে কোচবিহার জেলে বন্দী হয়ে রয়েছে।