আজ খবর (বাংলা), বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, 17/12/2021 : আজ শুক্রবার মুর্শিদাবাদ জেলা সদর বহরমপুরে বিপুল পরিমাণ মাদক এবং আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ ।
জানা গিয়েছে ধৃত ওই ব্যক্তি মুর্শিদাবাদের লালগোলা থানার উত্তরলাতিবারি গ্রামের বাসিন্দা বছর 39 এর আনিকুল ইসলাম। বহরমপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির কাছ থেকে প্রায় 100 গ্রাম হেরোইন, 4 কেজি হেরোইন তৈরি করার কেমিক্যাল, একটি পিস্তল এবং 2 রাউন্ড গুলি পাওয়া গিয়েছে।
বহরমপুর থানার পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে কোথা থেকে কোথায় ওই ব্যক্তি হেরোইন এবং আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল কিংবা হেরোইন ও আগ্নেয়াস্ত্র কোথাও পাচার করা হচ্ছিল কিনা তাও জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে বহরমপুর থানার পুলিশ প্রশাসন।
রিপোর্ট : সুব্রত রায়