আমি বলেছিলাম বাংলাকে 1 নম্বর করে তুলব : মমতা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আমি বলেছিলাম বাংলাকে 1 নম্বর করে তুলব : মমতা

Share This

আমি বলেছিলাম বাংলাকে 1 নম্বর করে তুলব : মমতা


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 16/12/2021 : যাদবপুরে জনসভা সেরে বেহালা চৌরাস্তায় জনসভা করলেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়। 

বেহালার জনসভা থেকে মমতা আজ বলেন, "বেহালা চৌরাস্তা থেকে আর কিছুদিন পরেই মেট্রো রেলে চড়তে পারবেন। জোকা-বিবাদিবাগ মেট্রো অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল। ভেঙ্গে যাওয়া মাঝেরহাট ব্রীজ দ্রুত সারিয়ে দিয়েছি। অন্য কেউ হলে এত তাড়াতাড়ি হত না। বেস ব্রীজ থেকে একটা আর মেটিয়াবুরুজ পর্যন্ত আরও একটা নতুন ব্রীজ হয়েছে। এরপর আরও নতুন ব্রীজ হতে চলেছে যাতে বেহালা থেকে গড়িয়া পর্যন্ত অনায়াসে পৌঁছানো যায়। প্রত্যেক রাস্তার পাশে থাকবে সবুজ উদ্যান। গাছ বাঁচলে আমরাও বাঁচব। গোটা কলকাতায় 1 কোটি গাছ লাগানো হবে।"

মমতা এদিন বলেন, "প্রাকৃতিক দুর্যোগ কারোর কথা শোনে না। প্রচুর বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়, নিম্নচাপ হয়েছে। বেহালায় জল জমত মেট্রো রেলের কাজ চলার জন্যে। আমরা অনেক পাম্পিং স্টেশন করেছি, আরও পাম্প লাগানো হবে। ব্রতচারি ক্লাবকে ঘিরে ইকো ট্যুরিজম পার্ক করা যেতে পারে। বেহালায় সত্যজিত রায় ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আমি করে দিয়ে গিয়েছি।"

মমতা বলেন, "বেহালায় প্রত্যেক ওয়ার্ডে একটা করে কমিউনিটি সেন্টার করা হবে। গোটা কলকাতায় এই কমিউনিটি সেন্টারগুলোর নাম হবে 'জয় হিন্দ' ভবন। 10 থেকে 15 হাজার টাকার মধ্যে ভাড়া পাওয়া যাবে এই কমিউনিটি সেন্টারে। যারা কাউন্সিলার হবেন তাঁদের বলি আপনারা মানুষের কথা শুনুন। তাঁদের ফোন ধরুন। তাঁদের সাথে কথা বলুন। মাটির দিকে তাকিয়ে চলুন। গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়বেন না।"

মমতা আরও বলেন, "কলকাতা আজ গর্বের জায়গা। যে কোনো রাজ্যের তুলনায় বাংলার মানুষ স্বচ্ছতার সাথে চলে। গোটা দেশ কলকাতার দিকে তাকিয়ে থাকে। পচা শামুক থাকলে সেই শামুক বাদ দিয়ে দিন। বিজেপি বলত এই রাজ্যে আমরা নাকি দুর্গাপূজা করতে দিই না। আজ দেখুন ইউনেসকো দুর্গা পূজাকে হেরিটেজ তকমা দিয়ে দিল। বাংলার দুর্গাপূজা আজ বিশ্বসেরা। আগামী দিনে দেখবেন লক্ষীর ভাণ্ডার, দুয়ারে রেশন থেকে শুরু করে আমাদের সব প্রকল্পই সকলের নজর কাড়বে। জয় দুর্গা মায়ের জয়, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা জয়। আগামী দুর্গাপূজায় আমরা বিশেষ উৎসব পালন করব। ইউনেস্কোকে অভিনন্দন। আমি বলেছিলাম বাংলাকে 1 নম্বর করে তুলব।"

মমতা জনসভা থেকে বলেন, "বাংলা এখন উন্নয়নে ভাসছে। আর যারা কুত্সিত, কুত্সা করে বেড়ায়। তারা এখন শুধু গঙ্গায় ডুব দিচ্ছে। অন্য সময় গঙ্গাকে ভুলে যায়। সেই সময় গঙ্গায় লাশ ভাসিয়ে দেয়। আমরা মালদাতে এরকম অনেক বডি পেয়েছি। অন্য্ কারোর থেকে সার্টিফিকেট নেওয়ার কোনো প্রয়োজন নেই আমার। আপনারা সকাল সকাল ভোট দিন। নিজের ভোট নিজে দিন। জোড়া ফুলে ভোট দিন। জয় বাংলা।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages