আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 14/12/2021 : গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গতকাল এক কোটি টাকার নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ ও এসটিএফ।
গতকাল গোপন সুত্রে নির্দিষ্ট খবর পেয়ে কলকাতা পুলিশ ও এসটিএফ কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় একটি অভিযান চালায়। এরপর পুলিশ 27 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ঐ ব্যক্তির কাছে নতুন 2000 টাকার নোটে এক কোটি টাকা পাওয়া গিয়েছে।
এটা টাকা কিভাবে ঐ ব্যক্তির কাছে এসেছে, কেনই বা সে এক কোটি টাকা নিয়ে রাস্তায় ঘোরাফেরা করছিল কিংবা এই বিপুল অর্থের মালিক কে ? তার কোনো সদুত্তর ঐ ব্যক্তি দিতে পারে নি। বিপুল অর্থ কাছে রাখার জন্যে কোনো বৈধ কাগজপত্রও সে পুলিশকে দেখাতে পারেনি।
যেখানে রিজার্ভ ব্যাঙ্ক 2000 টাকার নতুন কারেন্সি ছাপানো বন্ধ করে দিয়েছে, সেখানে এই ব্যক্তির কাছে কিভাবে এটা সংখ্যক নতুন 2000 টাকার নোট এল তা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। আয়কর দপ্তরের আধিকারিকরাও ধৃত ব্যক্তিকে জেরা করবে বলে জানা গিয়েছে।
রিপোর্ট : সুব্রত রায়