সারদা মায়ের 169তম জন্মতিথি, জয়রামবাটিতে মানুষের ঢল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সারদা মায়ের 169তম জন্মতিথি, জয়রামবাটিতে মানুষের ঢল

Share This

সারদা মায়ের 169তম জন্মতিথি,  জয়রামবাটিতে  মানুষের ঢল


আজ খবর (বাংলা), জয়রামবাটি, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, 26/12/2021 : আজ, রবিবার সারদা মায়ের  169 তম জন্মতিথি উপলক্ষ্যে ভক্তদের ঢল নেমেছে জয়রামবাটিতে।

জয়রামবাটি থেকে  বেলুড় মঠ-- সর্বত্রই  মঙ্গলারতি, বেদ মন্ত্রপাঠ সহ নানা আয়োজনে তাঁদের প্রিয় মাকে স্মরণ করলেন ভক্তরা। তবে এবার কোভিড এর জন্য মুখে মাস্ক পরে প্রবেশ করছেন দর্শনার্থীরা , মায়ের দর্শন করে হাতে শুকনো প্রসাদ নিয়ে বাড়ি ফিরছেন সকলে।

পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে আবির্ভাব শ্রী সারদা মায়ের। 1853 সালের বাইশে ডিসেম্বর জয়রামবাটিতে জন্ম সারদাদেবীর। মায়ের 169 তম জন্মতিথি উপলক্ষে সেজে উঠেছে বাঁকুড়ার জয়রামবাটি। দিনভর সারদা মায়ের মন্দিরে নানা অনুষ্ঠান। বিশেষ পুজো, যজ্ঞ, আরতি, ভক্তিমূলক গান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।

জলপাইগুড়িতেও করোনার পর বড় ভাবে পালিত হল সারদা মায়ের জন্ম দিন। সেই উপলক্ষে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে দিনটি পালন করা হয়। সকালেই মা সারদা দেবীর সামনে আরতি ও ফুল নিবেদন হয়।এরপর যাজ্ঞ করা হয়। দুপুরে সকলের জন্য বিতরণ হয় প্রসাদ। রবিবার সকালে আশ্রমে ভক্তদের ব্যাপক ভিড় দেখা গেছে। যদিও পুরোটাই করোনা স্বাস্থ্য বিধি মেনেই পালিত হয়।

রিপোর্ট : দিব্যেন্দু সাহা

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages