জেগে উঠল আগ্নেয়গিরি, মৃত 13, আহত শতাধীক - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


জেগে উঠল আগ্নেয়গিরি, মৃত 13, আহত শতাধীক

Share This

জেগে উঠল আগ্নেয়গিরি, মৃত 13, আহত শতাধীক


আজ খবর (বাংলা), জাকার্তা, ইন্দোনেশিয়া, 05/12/2021 : হঠাৎ করেই জেগে উঠল ইন্দোনেশিয়ার সেমেরু আগ্নেয়গিরি। এই ঘটনায় এখনও পর্যন্ত 13 জনের মৃত্যু ও শতাধীক মানুষের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। 

ইন্দোনেশিয়ায় 120টি আগ্নেয়গিরি আছে, যাকে তথাকথিত প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার বলা হয়। ইন্দোনেশিয়ার পুর্ব জাভা অঞ্চলে অবস্থান সেমেরু আগ্নেয়গিরির। গতকাল প্রথমে প্রচুর ছাই আর পরে রাতের দিকে লাভা নির্গত হতে শুরু করেছিল এই আগ্নেয়গিরি থেকে। এই ঘটনায় এখনও পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহতের সংখ্যা 100 ছাড়িয়েছে। আহতদের মধ্যে দুজন অন্ত্সত্তা মহিলাও ছিলেন। 

যেটা জানা যাচ্ছে, সেমেরু জেগে ওঠার পর ইন্দোনেশিয়ার পুর্ব জাভা অঞ্চলে দুবার ভূমিকম্প হয়েছে। প্রথম ভূমিকম্প হয়েছে রাত্রি 11টা 47 মিনিটে। রিখ্টার স্কেলে মাত্রা ছিল 6, দ্বিতীয় ভূমিকম্প হয় রাত্রি 1টা বেজে 10 মিনিট নাগাদ। রিখ্টার স্কেলে মাত্রা ছিল 5.2;  

পুড়ে যাওয়া আহতদের অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হচ্ছে। অন্তত 900 মানুষকে আগ্নেয়গিরির আশপাশ থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages