বৈষ্ণোদেবীতে পদপিষ্ট হয়ে মৃত 12, আহত 13 - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বৈষ্ণোদেবীতে পদপিষ্ট হয়ে মৃত 12, আহত 13

Share This

বৈষ্ণোদেবীতে পদপিষ্ট হয়ে মৃত 12, আহত 13


আজ খবর (বাংলা), কাটরা, জম্মু ও কাশ্মীর, ভারত, 01/01/2022 : বছরের প্রথম দিনেই খারাপ খবর এল জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী থেকে। মধ্যরাতে এই মন্দিরে পূজো দেওয়ার জন্যে অপেক্ষারত তীর্থযাত্রীদের মধ্যে 12 জনের মৃত্যূ হয়েছে পদপিষ্ট হয়ে। জখম হয়েছেন আরও 13 জন। 

কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন। বছরের প্রথম দিনেই মধ্যরাত প্রায় 2:45 মিনিট নাগাদ লাইনে দাঁড়িয়ে থাকা তীর্থযাত্রীদের মধ্যে হঠাৎ করেই ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এর পরেই যে যেদিকে পারে দৌড়াতে থাকে। এর ফলে পদপিষ্ট হয়ে দুর্ঘটনা ঘটে গিয়েছে। 

বৈষ্ণোদেবী মন্দিরের বাইরে পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত মোট 12 জনের মৃত্যূ হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত জখম হয়েছেন মোট 13 জন তীর্থযাত্রী। তাঁদেরকে কাটরায় নারায়না হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিভাবে গোটা ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

বৈষ্ণোদেবীতে পদপিষ্ট হয়ে মৃতদের আত্মার প্রতি শোক জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিণ্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আহতদের সেরা চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই। মৃতদের প্রতি শোক জ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages