আজ খবর (বাংলা), করাচি, পাকিস্তান, 18/12/2021 : পাকিস্তানের করাচিতে বড়সড় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগেই ঘটা এই বিস্ফোরণে এখনও পর্যন্ত মোট 11 জনের মৃত্যু হয়েছে এবং প্রচুর মানুষ আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
আজ করাচির শের শাহ নামক একটি জায়গায় একটি বাড়ির মধ্যে বোমা বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম সুত্রে। এই বিস্ফোরণে আট জনের মৃত্যু হয়েছে বলে প্রথমে জানানো হলেও কিছুক্ষণ পরেই সেই সংখ্যা বেড়ে হয় 11 ;
এই ঘটনায় এখনও পর্যন্ত 13 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। তাঁদেরকে কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। তবে বিস্ফোরণ স্থলে ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের দেহ চাপা পড়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ঐ ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে। কিন্তু কিভাবে এতবড় বিস্ফোরণ ঘটে গেল করাচির মত শহরে, সেটাই বিস্ময় সৃষ্টি করেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ দায় স্বীকার করে নি। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।