আজ খবর (বাংলা), কাবুল, আফগানিস্তান, 10/12/2021 : তালিবানের কাবুল থেকে 110 জনকে তুলে নিয়ে এল ভারতীয় বিমান। এই 110 জনের মধ্যে রয়েছে বেশ কয়েকজন আফগান নাগরিকও।
শুক্রবার ভারত সরকারের উদ্যোগে আফগানিস্তানের কাবুল থেকে মোট 110 জনকে উদ্ধার করে ভারতে নিয়ে আসা হল। এই দলে আফগানিস্তানে আটকে পড়া হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষ ছিলেন। সপরিবারে তাঁদেরকে কাবুল থেকে এয়ারলিফ্ট করে তুলে আনা হয়েছে ভারতে।
একই বিমানে বেশ কয়েকজন আফগান নাগরিকও ছিলেন, যাঁরা আজ ভারতের সহযোগিতায় দেশ ছেড়ে ভারতে চলে এলেন।
যাত্রীদের সাথে কাবুলের আসামি মন্দির থেকে রামায়ণ, মহাভারত ও ভগবদ গীতা এবং একটি গুরুদ্বার থেকে শ্রী গুরু গ্রন্থ সাহিব পুস্তকগুলিও নিয়ে আসা হয়েছে ভারতে। প্রসঙ্গত উল্লেখ্য, আফগানিস্তানে তালিবান অভ্যুত্থানের পর গত অগষ্ট মাস থেকে ভারত অন্ততপক্ষে 565 জনকে উদ্ধার করে ভারতে এনেছে কাবুল থেকে।