আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 03/11/2021 : সৈয়দ মুস্তাক আলি , ভারত বর্ষের ক্রিকেটের এক উল্লেখযোগ্য নাম।যিনি বিদেশে কোন ভারতীয় ক্রিকেটারের প্রথম টেস্ট শতক রান করার ইতিহাস গড়েন। তিনি ইংল্যান্ড এর ম্যানচেস্টার-এ ১৯৩৬ সালে দলের জন্য শতক করেন (১১২)। তাঁর নাম অনুসারে ২০০৬-০৭ এ BCCI প্রতি বছর আন্তঃরাজ্যীয় টি টোয়েন্টি টুর্নামেন্ট পরিচালনা করে।
এই বছর মোট ৩৮ টা দল এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে। এই ৩৮ টা দলের মধ্যে বাংলা দল ও একটা গুরুত্বপূর্ণ দল। এই বছর এই দল বহু অভিজ্ঞ ও নবীন সমন্বয়ে গঠিত অত্যন্ত শক্তিশালী দল।এই বছর বাংলা দল কে নেতৃত্ব দেবেন বাম হাতি ব্যাটার, সি এ বির আম্পায়ারস্ কমিটির চেয়ারম্যান প্রসেনজিত ব্যানার্জির সুযোগ্য ছাত্র ও বাংলার ক্রিকেটের এক উল্লেখযোগ্য মুখ সুদীপ চ্যাটার্জি। সুদীপ ছাড়াও দলে আছেন ঋদ্ধিমান সাহা , শাহবাজ, ঈশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরন, ঋত্বিক চ্যাটার্জি ও মুকেশ কুমারের মতো প্রতিভাবান খেলোয়াড়রা।
এই ট্রফি তে বাংলার হয়ে নতুন সুযোগ পেয়েছেন, রনজোত সিং খাইরা, সাকির হাবিব গান্ধী , অলোক প্রতাপ সিং ও মহম্মদ কাইফ। সুদীপের নেতৃত্বে নবীন ও অভিজ্ঞ খেলোয়াড় সমন্বয়ে দল গঠন ভালো খেলবে বলে মনে করছেন বাংলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব রা। সম্প্রতি সি এ বি পরিচালিত 'বাইজুস' টুর্নামেন্টে অনবদ্য পারফর্ম করেছেন সুদীপ। তার নেতৃত্বে দল খুব ভালো খেলবে বলে মনে করছেন হেড কোচ অরুণ লাল , সহকারী কোচ সৌরাশিষ লাহিড়ী ও অন্যান্য টিম ম্যানেজমেন্টের ব্যক্তিত্ব রা । এর আগে ২০১০ -১১ তে বাংলা দল সৈয়দ মুস্তাক আলি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল মনোজ তিওয়ারি র নেতৃত্বে। ১১ বছর পর অধিনায়ক সুদীপের নেতৃত্বে কী তার পুনরাবৃত্তি হবে? তা দেখার আশায় বসে আছেন বাংলার ক্রিকেট প্রেমীরা।
রিপোর্ট : দেবর্ষি কুমার ব্যানার্জি