ফেনায় ঢাকা যমুনা নদীতে শুরু ছট পূজো - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ফেনায় ঢাকা যমুনা নদীতে শুরু ছট পূজো

Share This

ফেনায় ঢাকা যমুনা নদীতে শুরু ছট পূজো


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 08/11/2021 : আজ থেকেই শুরু হয়েছে ছট পূজো, তবে দিল্লীতে দুষিত যমুনা নদীতে নেমেই ছট পূজো করতে একরকম বাধ্য হচ্ছেন পুণ্যার্থীরা।

বেশ কয়েক বছর ধরেই প্রচন্ডভাবে দুষিত হয়ে চলেছে দিল্লীর উপকণ্ঠে বয়ে চলা যমুনা নদী। আশেপাশের বিভিন্ন কারখানার বর্জ্যও এসে পড়ে ঐ যমুনা নদীতে। সেই যমুনার জলে নিমজ্জিত হয়েই শুরু হয়েছে ছট পূজা।

যমুনা নদীর কালিন্দী কুঞ্জ অঞ্চলটিকে দিল্লী প্রশাসন ছট পুজোর জন্যে চিহ্নিত করেছে। আর ঐ কালিন্দী কুঞ্জ অঞ্চলে যমুনার জল মাত্রাতিরিক্ত দুষিত। সেখানে যমুনার জলের ওপর পুরু ফেনার আস্তরণ পড়ে থাকে। সেই ফেনার মধ্যেই জলে ডুব দিয়ে কোনোক্রমে ছট পূজো সারতে একরকম বাধ্য হচ্ছেন পুণ্যার্থীরা বলে অভিযোগ উঠেছে।

আজ বিজেপি নেতা মনোজ তেওয়ারি ছট পূজো পরিদর্শন করতে নৌকা নিয়ে যমুনা নদীতে যান। যমুনার চরম দূষণ দেখে তিনি রীতিমত বিরক্ত হয়ে বলেন, "যমুনা নদীতে দূষণ রীতিমত মাত্রা ছাড়িয়েছে। আর সেই দূষণের মাঝেই পুণ্যার্থীদের পূজো করতে হচ্ছে। এই ব্যাপারে দিল্লী প্রশাসনের কোনো হেলদোল নেই। তাঁরা ইচ্ছে করলেই অপেক্ষাকৃত পরিছন্ন যমুনা ঘাটে ছট পূজো করতে দিতে পারতেন।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages