আজ খবর (বাংলা), হাওড়া, পশ্চিমবঙ্গ, 08/11/2021 : বেহাল পুর পরিষেবার প্রতিবাদ ও অবিলম্বে হাওড়া পুরসভার নির্বাচনের দাবীতে আইন অমান্য কর্মসূচি বামেদের। এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ালো।
সোমবার বিকেলে পুরসভার গেটের সামনে জড়ো হয় শ'দুয়েক বাম কর্মী সমর্থক। ছিলেন জেলা ও রাজ্য কমিটির কয়েকজন নেতা। আগে থেকেই ব্যারিকেড করে রেখেছিলো হাওড়া থানার পুলিশ। গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে বাম কর্মীরা। জোর করে ব্যারিকেড ভেঙে পুরসভার মধ্যে ঢুকতে গেলে পুলিশের সাথে বচসা শুরু হয়।বারবার ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় ।
পরে 8 জন বাম প্রতিনিধি ডেপুটেশন দেন পুর সভায়।সি পি আই এম রাজ্য কমিটির সদস্য পরেশ পাল জানান হাওড়া পুর বোর্ডের মেয়াদ শেষ হয়ে যায় ২০১৮ সালের ডিসেম্বর মাসে। এরপর থেকেই মানুষ পরিষেবা পাচ্ছে না।রাস্তা খারাপ,জল নিকাশি সমস্যা সহ একাধিক সমস্যা রয়েছে।ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। কিন্তু হেলদোল নেই পুরসভার।
তাই অবিলম্বে পুর নির্বাচনের দাবী করছে বামেরা। 2016 সালে হাওড়া পুরসভা সঙ্গে পালি পৌরসভার সংযুক্তিকরণ ঘটে। তা মানতে চাইছে না জেলার বামফ্রন্ট। এই বিক্ষোভ কর্মসূচিতে হাওড়া ও বালি পুরসভার নির্বাচন আলাদাভাবে করার দাবী জানানো হয়।
রিপোর্ট : শেখ আমজাদ আলি