ট্রাফিক আইন মানছে না অনেকেই - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ট্রাফিক আইন মানছে না অনেকেই

Share This

ট্রাফিক আইন মানছে না অনেকেই
নো পার্কিং থাকা সত্বেও সার দিয়ে বাইক পার্ক করে রাখা হয়েছে। বেহালা ম্যান্টনের কাছে ডায়মন্ড হারবার রোডে তোলা নিজস্ব চিত্র


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 10/11/2021 :  ট্রাফিক আইন থাকলেও সেই আইন ভাঙ্গার প্রবণতা বাড়ছে নগর কলকাতায়। 

কলকাতার বেশিরভাগ রাস্তার মোড়গুলিতে দাঁড়ালেই দেখতে পাওয়া যায় লাল সিগন্যালে দাঁড়ানো প্রায় কোনো গাড়িই স্টপ লাইনের ভিতরে দাঁড়াতে চায় না। 

বেশিরভাগ প্রাইভেট বাস রাস্তা আগলে এমনভাবে যাত্রী তোলে যে পিছনে আসা গাড়িগুলো আটকে যায়। গাড়িগুলোও অযথা হর্ন বাজিয়ে পরিবেশ দূষণ করতে থাকে। 

হাসপাতালের সামনে হর্ন বাজানো উচিত নয় জেনেও বহু গাড়িকে বিশ্রীভাবে হর্ন বাজাতে দেখা যায়। অটো রিক্সা গুলির বেশির ভাগেরই এমন হাবভব যেন ট্রাফিক আইন তাদের জন্য বলবৎ নয়। আইন না মানলেও চলে।

কলকাতার কলেজ ষ্ট্রীট অঞ্চলে যাঁরা গিয়েছেন তাঁরা প্রায় সকলেই তিন চাকার সাইকেল ভ্যানের দৌরাত্ম সম্পর্কে ওয়াকিবহাল। 

রাস্তায় বের হলেই দেখতে পাওয়া যায় অনেকেই মোটরবাইক চালাচ্ছেন বা আরোহী হয়েছেন অথচ হেলমেট পড়েন নি। দুই চাকার বাইকে তিন জন সওয়ার হয়ে চলেছেন। এরকম ঝুড়ি ঝুড়ি অভিযোগ পাওয়া যায়। বহু জায়গায় নো পার্কিং লেখা থাকা সত্বেও বাইক পার্ক করে চলে যান (যেমন ছবিতে দেখা যাচ্ছে)।  ট্রাফিক আইন আছে কিন্তু অনেকের সে সবে কোনো ভ্রূক্ষেপ নেই। থোড়াই কেয়ার দেশের আইনকে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages