দক্ষিণ-পুর্ব রেলে উদযাপিত হল জাতীয় একতা দিবস - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দক্ষিণ-পুর্ব রেলে উদযাপিত হল জাতীয় একতা দিবস

Share This

দক্ষিণ-পুর্ব রেলে উদযাপিত হল জাতীয় একতা দিবস
কুচকাওয়াজে অভিবাদন নিচ্ছেন জি এম অর্চনা যোশী


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 01/11/2021 : ভারতরত্ন সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে দক্ষিণ-পূর্ব রেল গতকাল সদর দপ্তর গার্ডেনরীচে জাতীয় একতা দিবস উদযাপন করে। এই উপলক্ষে রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতী অর্চনা যোশী রেল সুরক্ষা বাহিনীর কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। রেলের সমস্ত আধিকারিক ও কর্মীদের জাতীয় একতা দিবসের শপথবাক্য পাঠ করিয়ে শ্রীমতী যোশী জাতীয় একতা, অখন্ডতা ও নিরাপত্তা বজায় রাখতে তাঁদের আহ্বান জানান। দেশবাসীর মধ্যে জাতীয় একতার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যও তিনি আধিকারিক ও কর্মীদের আহ্বান জানান। 

জাতীয় একতা দিবস উদযাপন উপলক্ষে শ্রীমতী যোশী রেল সুরক্ষা বাহিনীর কর্মীদের একটি মোটর সাইকেল শোভাযাত্রার সূচনা করেন। জাতীয় একতার বার্তা ছড়িয়ে দিতে তিনি সদর দপ্তর গার্ডেনরীচ থেকে ‘রান ফর ইউনিটি’ বা একতার লক্ষ্যে দৌড় কর্মসূচির যাত্রা সূচনা করেন। এই দৌড় কর্মসূচিতে নিরাপত্তা কর্মী, ক্রীড়া ব্যক্তিত্ব এবং ভারত স্কাউটস্‌ অ্যান্ড গাইডস্ – এর সদস্যরা অংশ নেন। 

এই উপলক্ষে দক্ষিণ-পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার শ্রী অতুল্য সিনহা, এই রেলের প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার শ্রী ডি বি কসর-সহ উচ্চ-পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর, আদ্রা, চক্রধরপুর ও রাঁচি ডিভিশনেও জাতীয় একতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হয়।]

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages