অবশেষে খোঁজ পাওয়া গেল গায়েব হওয়া রোড রোলারের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


অবশেষে খোঁজ পাওয়া গেল গায়েব হওয়া রোড রোলারের

Share This

 

অবশেষে খোঁজ পাওয়া গেল গায়েব হওয়া রোড রোলারের

আজ খবর (বাংলা), বর্ধমান, পুর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ, 01/11/2021 : পূর্ব বর্ধমানের ২৪ নং ওয়ার্ডের কাঞ্চন নগর এলাকার একটি ফাঁকা মাঠে গায়েব হয়ে যাওয়া চারটি রোড রোলারের খোঁজ পেল বর্ধমান পৌরসভা।

তবে কে বা কারা এই চারটি রোড রোলার এই জায়গায় রেখে গেছে সে বিষয়ে তদন্ত কমিটি গঠনের জন্য নবান্নে জানানো হয়েছে বলে জানালেন পৌর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়।প্রয়োজনে পুলিশের দারস্ত হবে পৌর কতৃপক্ষ।

জানা যায় চলতি বছরের অগাস্ট মাস থেকে নতুন পুরোবোর্ড দায়িত্ব নেওয়ার পরেই বিভিন্ন রাস্তা মেরামতের কাজ শুরু করতে চলেছে। পরে কাজে নেমে পুরসভার নিজস্ব রোড রোলার ওমিকচার মেশিন গুলোর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন পৌর প্রশাসকরা। দীর্ঘদিন পুর বোর্ড না থাকায় রোড রোলার ও রোড মিকচার মেশিন গুলো কোথায় আছে সেই বিষয়ে সঠিকভাবে তথ্য জানতে পাচ্ছিলেন না  পৌর কতৃপক্ষ। 

সোমবার জানা যায় বর্ধমান পৌরসভার ২৪ নং ওয়ার্ডের কাঞ্চন নগর দীননাথ দাস হাই স্কুলের পিছনে দাস পুকুর পাড়ে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে চারটি রোড রোলার ও তিনটি পিচ মাখানোর মিকচার মেশিন।তবে কে বা কারা এই রোলার ও মিকচার মেশিন গুলো রেখে গেছে সে বিষয়ে ধন্দে এলাকা বাসীরা। 

রিপোর্ট : কল্যাণ  দত্ত, পূর্ব বর্ধমান 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages