কালীপুজোর আগেই চুরি কালী মন্দিরে |
আজ খবর (বাংলা), শিলিগুড়ি, দার্জিলিং, পশ্চিমবঙ্গ, 01/11/2021 : রবিবার রাতে কালীমন্দির থেকে দুই লক্ষাধিক টাকার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত উত্তর কন্যা সংলগ্ন কামরাঙ্গাগুড়িতে।
জানা গেছে, রবিবার গভীর রাতে ফুলবাড়ির ঐ মন্দির থেকে কালী মায়ের রুপোর চুড়া, সোনার টিকলি, সোনার চেন সহ বাসনপত্র সহ প্রায় দুই লক্ষাধিক টাকার চুরি যায়।
এই বিষয়ে মন্দিরের পুরোহিত জানান প্রত্যেক দিনের মতো সোমবার সকালে মন্দির খুলতে এসে নজরে আসে চুরির ঘটনা। এর আগেও তিন-তিনবার এই মন্দির থেকে পুজোর সামগ্রী চুরি হয়েছে বলে জানান পুরোহিত।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানা পুলিশ।