আজ খবর (বাংলা), রানাঘাট, নদীয়া, 10/11/2021 : নদীয়ার রানাঘাটে শুরু হল পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পাঁচ দিন ব্যাপি নদীয়া জেলা স্বয়ংসিদ্ধা মেলা।
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নদীয়ার রানাঘাটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল পাঁচ দিন ব্যাপি নদীয়া জেলা স্বয়ংসিদ্ধা মেলা।
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্য নগর জীবিকা মিশনের আর্থিক সহায়তায় ও রানাঘাট পৌরসভার ব্যবস্থাপনায় পাঁচদিনব্যাপী এই প্রথম নদীয়ার রানাঘাট হ্যাপি ক্লাব ময়দানে আয়োজিত হল স্বয়ংসিদ্ধা মেলা।
এদিনের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী রানাঘাটের মহকুমা শাসক রানা কর্মকার,জেলা পরিষদের সহকারী সভাপতি দীপক বসু সহ নদীয়ার ১১ টি পৌরসভার পৌর প্রশাসক ও পদাধিকারীবৃন্দ।
মেলার আহ্বায়ক রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক কোশলদেব বন্দ্যোপাধ্যায় জানান এই মেলা চলবে আগামী ১৩ ই নভেম্বর পর্যন্ত।
দীর্ঘ করোনা আবহে সকলের ব্যবসা বানিজ্য বন্ধ, কিছুটা করোনা আবহ কম থাকায় মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর এর সাথে যুক্ত মহিলাদের কথা চিন্তা করে এ মেলার আয়োজন করেছে, এতে ক্রেতা বিক্রেতা সকলেই উপকৃত হবেন।
মেলায় আগত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন উদ্যোগকে সাধুবাদ ও ধন্যবাদ জানান।
রিপোর্ট : কৌসর আলি